প্রেস বিজ্ঞপ্তি, ০৪ ডিসেম্বর ২০১১ :
বাংলাদেশ কল্যাণ পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাহিদুর রহমান তামান্না কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র পদে নির্বাচনের অংশ গ্রহণের জন্য দোয়া চেয়েছিলেন। কিন্তু জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বিরোধীদলের নেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনে ইভিএম ব্যবহার ও সেনা মোতায়েন না করায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি এই নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রতি সম্মান জানাতে বাংলাদেশ কল্যাণ পার্টি যেহেতু আট দলসহ সমমনা হিসেবে জোটবদ্ধ হয়েছে তাই বাংলাদেশ কল্যাণ পার্টি দলগতভাবে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। একই কারণে এ দলের সাংগঠনিক সম্পাদক সাহিদুর রহমান তামান্না কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ থেকে সরে দাড়িয়েছেন।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...