সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল শনিবার ‘উন্নয়নে সম্পৃক্ত প্রতিবন্ধী ব্যক্তি : সবার জন্য সুন্দর এক পৃথিবী।’ এ শ্লোগানকে সামনে রেখে আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। মূলত প্রতিবন্ধীদের ঘিরেই এই অনুষ্ঠান। অথচ অনুষ্ঠানে দায়িত্বশীল ব্যক্তিদের খেয়ালে-বেখেয়ালে প্রতিবন্ধীরাই অবহেলিত হয়েছেন। সরাইল উপজেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও নিবন্ধীত স্বেচ্ছাসেবক সংগঠনের যৌথ আয়োজনে দিবসটি পালিত হয়। এ উপলক্ষ্যে শনিবার সকালে একটি র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে উপজেলার বেশকিছু প্রতিবন্ধী নারী, পুরুষ ও শিশুর পাশাপাশি অংশ নেন স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, আ’লীগ নেতা-কর্মীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। কিন্তু হুইল চেয়ার না থাকায় র্যালীতে অনেক প্রতিবন্ধী অংশ নিতে পারেন নি। যে কয়েকজন প্রতিবন্ধী র্যালীতে অংশ নিয়েছেন, তাদের মধ্যে ক’জন সড়কে হাপুড় দিয়েই সামনের দিকে চলতে হয়েছে। র্যালী শেষে দুপুরের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ও জাপার কেন্দ্রিয় নেতা অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি ছিলেন, সরাইল আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান হাজী রফিক উদ্দিন ঠাকুর, আ’লীগ সভাপতি হাজী আব্দুল হালিম ও পরিষদের দুই ভাইস চেয়ারম্যান। আলোচনা সভায় স্থানীয় রাজনৈতিক সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। কিন্তু লক্ষণীয় বিষয় ছিল, সভাস্থলে দর্শক সারির সামনের কাতারে প্রতিবন্ধীদের বসার কোনো ব্যবস্থা ছিল না। তাদের বসানো হয় পিছনের সাড়িঁতে। তাছাড়া আলোচনায় কোন প্রতিবন্ধী ব্যক্তিকে আহবান করা হয়নি। যদিও অতিথিদের উদ্দেশ্যে অনেক প্রতিবন্ধী তাদের সুবিধা-অসুবিধার কথা বলার ইচ্ছে ছিল। বিষয়টি নিয়ে সভা শেষে বেশ’জন সচেতন ব্যক্তি ও প্রতিবন্ধী লোকেরা ক্ষোভ প্রকাশ করেছেন।
সরাইল সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, যুবলীগ নেতা মাহফুজ আলী, জাপা নেতা হুমায়ুন কবীর, স্বেচ্ছাসেবক সংগঠন মিতালীর সভাপতি মাহবুব খান বাবুল, জনকল্যাণের মো. শরীফ মোল্লা প্রমূখ। সভায় উপজেলার ১৪ জন প্রতিবন্ধীর মাঝে এক লাখ ৮০ হাজার টাকা সুদমুক্ত ঋণ প্রদান করা হয়।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একজন সুস্থ মানুষের মতো প্রতিবন্ধীরাও সকল নাগরিক সুবিধা পাওয়ার অধিকার রাখে। প্রতিবন্ধীদের জন্য রাষ্ট্রীয়ভাতা বরাদ্দের টাকা চাহিদা তুলনায় অপ্রতুল। তাই এসব প্রতিবন্ধীদের পুনর্বাসনে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।
আরিফুল ইসলাম সুমন