আলমগীর তালুকদার ,কচুয়া, চাঁদপুর :
বাংলাদেশ আওয়া্মীলীগ এর প্রেসিডিয়াম সদস্য, সরকারি হিসাব সম্পর্কীয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, চাঁদপুর ১(কচূয়া)আসনের সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীরের বড় ছেলে ড. জালাল আলমগীর(৩৫) গতকাল দেড়টায় ব্যাংককে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে……..রাজিউন) ।
ড. জালাল আলমগীর সমুদ্র সৈকতে পানির টানে ভেসে যায় । অনেক খোজা খোজির পর তাঁর মরদেহ খুজে পাওয়া যায় । ড. জালাল আলমগীর যুক্তরাষ্টের ভোস্টন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন।
তিনি স্ত্রী,বাবা, মা ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান । তাঁর মৃত্যুর সংবাদে সমগ্র কচুয়া জুড়ে শোকের ছায়া নেমে আসে । অসংখ্য রাজনৈতিক ও সামাজিক সংগঠন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ।