মো. আলী আশরাফ খান
বুক থেকে ফিনকি দিয়ে
বেরুনো খুন স্রোতধারা
আজও শুষে নিতে পারেনি
কাঠফাটা রোদ্দুরে চৌচির মৃত্তিকা।
এ বিভীষিকাময় দৃশ্যের পর
বদলে গেছে প্রকৃতির অনেক রূপ,
কেটে গেছে চার দশক কিন্তু
বদলায়নি সেই ক্ষত চিহ্ন
আর লাল কদমাক্ত স্থান।
এ পথে এলে আমি কেমন যেনো
না পাওয়ার বেদনায় বজ্রমূর্তি ধারণ করি,
ক্ষোভে বলি চলো আবারো যুদ্ধ করি।