শামীমা সুলতানা :
১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় দাউদকান্দির গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয় মাঠে পাঞ্জেরী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে এক ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনোয়ারুল নাসের। স্বাগত বক্তব্য রাখেন, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোঃ দুলন সরকার। সভাপতির বক্তব্য ও জাগ্রত কবি মুহিত খানকে নিয়ে লেখা কবিতা পাঠ করেন কবি, কলামিস্ট ও সংগঠক মো. আলী আশরাফ খান।
অনুষ্ঠানে দাবানল,আবাবিল, পাঞ্জেরী ওআশেক মদীনা শিল্পীগোষ্ঠীর সদস্যরা ইসলামি সঙ্গীত পরিবেশন করেন। বিশেষ করে জাগ্রত কবি মুহিত খানের বিপ্লবী গানের সুরের মূর্ছনায় দর্শকশ্র“তা আবেবঘন হয়ে উঠেন।
উদ্বোধক তার ব্ক্তব্যে বলেন,‘ ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান সমাজকে অপসংস্কৃতি থেকে মুক্তি দিতে বড় রকমের হাতিয়ার হিসেবে কাজ করে। আমাদের সকলের উচিৎ প্রকৃত সংস্কৃতিকে লালন করা।’
পাঞ্জেরী শিল্পীগোষ্ঠীর সভাপতি বলেন,‘ একটি আধুনিক সমাজ বিনির্মাণে তরুণদের ভূমিকা অত্যাবশ্যক। আর এ জন্য প্রয়োজন তরুণদের মাঝে শুদ্ধ সংস্কৃতির চর্চা। ইসলামি সংস্কৃতি তথা সাংস্কৃতিক চর্চার মাধ্যমে জাতি সামগ্রিক অবক্ষয় থেকে মুক্তি পেতে পারে।’