কুসিক নির্বাচনে মেয়র পদে ১০ জনসহ ৩২২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

কুমিল্লা ০২ ডিসেম্বর ২০১১ (কুমিল্লাওয়েব ডট কম) :

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আজ মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন শুক্রবার পর্যন্ত মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০ জন, কাউন্সিলর পদে ২৪২ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ৭০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন । সব মিলিয়ে মনোনয়ন দাখিল হয়েছে ৩২২ টি ।

উল্লেখ্য প্রায় সপ্তাহব্যপী মনোয়নয়ন সংগ্রহ শেষে প্রার্থীরা আজ তাদের মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে মেয়র পদে ১৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও দাখিল করেছেন ১০ জন। এছাড়া ২৭টি ওয়ার্ডে সাধারণ আসনে কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহকারী ২৮৩ জনের মধ্যে ২৪২ জন এবং মহিলা আসনের ৯টিতে কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহকারী ৭২ জনের মধ্যে ৭০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

মেয়র পদে মনোনয়নপত্র দাখিলকারী ১০ জন হলেন, কুমিল্লা (দক্ষিণ) জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আফজাল খান, কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরম্নল হক (সাক্কু), জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা আহবায়ক এয়ার আহামদ সেলিম, কুমিল্লা (দক্ষিণ) জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান মিঠু, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি ও তরম্নণ আওয়ামী লীগ নেতা নূরম্নর রহমান মাহমুদ তানিম, মেজর (অব.) মোঃ মামুনুর রশিদ, মোঃ সালমান সাঈদ, মোঃ হাসানুল আলম, চঞ্চল কুমার ঘোষ ও শিরিন আক্তার।

কুমিলস্না সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে সাধারণ আসনে কাউন্সিলর পদে ওয়ার্ড ওয়ারী মনোনয়নপত্র দাখিল করেছেন। ১নং ওয়ার্ডে ১২ জন, ২নং ওয়ার্ডে ১০ জন, ৩নং ওয়ার্ডে ১৬ জন, ৪নং ওয়ার্ডে ৭ জন, ৫নং ওয়ার্ডে ৮ জন, ৬নং ওয়ার্ডে ৭ জন, ৭নং ওয়ার্ডে ১০ জন, ৮নং ওয়ার্ডে ৯ জন, ৯নং ওয়ার্ডে ৪ জন, ১০নং ওয়ার্ডে ১২ জন, ১১নং ওয়ার্ডে ৮ জন, ১২নং ওয়ার্ডে ১১ জন, ১৩নং ওয়ার্ডে ৮ জন, ১৪নং ওয়ার্ডে ৫ জন, ১৫নং ওয়ার্ডে ৭ জন, ১৬নং ওয়ার্ডে ৮ জন, ১৭নং ওয়ার্ডে ৯ জন, ১৮নং ওয়ার্ডে ৮ জন, ১৯নং ওয়ার্ডে ৮ জন, ২০নং ওয়ার্ডে ৮ জন, ২১নং ওয়ার্ডে ১০ জন, ২২নং ওয়ার্ডে ১১ জন, ২৩নং ওয়ার্ডে ১১ জন, ২৪নং ওয়ার্ডে ১১ জন, ২৫নং ওয়ার্ডে ৪ জন, ২৬নং ওয়ার্ডে ১০ জন ও ২৭নং ওয়ার্ডে ১০ জন।

সংরৰিত ৯টি মহিলা আসনে কাউন্সিলর পদে ১-২-৩নং ওয়ার্ডে ১৩ জন, ৪-৫-৬নং ওয়ার্ডে ১৪ জন, ৭-৮-৯নং ওয়ার্ডে ৮ জন, ১০-১১-১২নং ওয়ার্ডে ৮ জন, ১৩-১৪-১৫নং ওয়ার্ডে ৫ জন, ১৬-১৭-১৮নং ওয়ার্ডে ৬ জন, ১৯-২০-২১নং ওয়ার্ডে ৪ জন, ২২-২৩-২৪নং ওয়ার্ডে ৯ জন এবং ২৫-২৬-২৭নং ওয়ার্ডে ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচনী তফসিল অনুযায়ী ৪ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ১৪ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ও আগামী বছরের ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

কুমিল্লা সিটি কর্পোরেশনে মোট ভোটার রয়েছে ১ লাখ ৬৯ হাজার ১৭৪ জন। তার মধ্যে পুরম্নষ ভোটার ৮৩ হাজার ১২৯ জন এবং মহিলা ভোটার ৮৬ হাজার ৪৫ জন। ৫২.০৫ বর্গ কি:মি: আয়তনের ২৭টি ওয়ার্ডের ৬৫টি ভোট কেন্দ্রে কৰ থাকবে ৪৫৩টি।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...