নাজমুল করিম ফারুক, তিতাস প্রতিনিধি :
তিতাস উপজেলার নির্বাহী অফিসারের বাসভবনে অদৃশ্য ভাবে একটি লোহার খাট চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, গত বরিবার অথবা সোমবার রাতে কে বা কাহারা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের বাসভবন থেকে একটি ১৬ হাজার টাকা মূল্যের একটি লোহার খাট চুরি করে নিয়ে যায়। তবে আশ্চর্য্যরে বিষয় হলো, বাসভবনের সকল দরজা তালাবদ্ধ ও জানালা বন্ধ থাকা অবস্থায় লোহার খাটটি চুরি হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের চাপ দেওয়া হইতেছে। আশা করি শীঘ্রই খাটটি উদ্ধার করা হবে।
ছবি- উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন।