কুমিল্লা, ৩০ নভেম্বর ২০১১ (কুমিল্লাওয়েব ডট কম) :
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মনোনয়নপত্র কেনার ব্যাপারটি নিশ্চিত করে আসিফ বলেন, ‘কুমিল্লা নবগঠিত পৌরসভা। এখানকার সবার দাবি সৎ ও যোগ্য প্রার্থীরাই যেন নির্বাচনে অংশ নেয়। আমি যেহেতু কুমিল্লারই সন্তান। তাই এখানকার শিক্ষিত, সুশীল, পেশাজীবী ও সাংবাদিক সমাজ এমনকি আপামর জনসাধারণের চাওয়া আমি যেন নির্বাচনে অংশ নিই। মূলত তাঁদের সবার চাওয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে মেয়র নির্বাচনের জন্য মনোনয়নপত্র কিনলাম।’
নির্বাচনে কোন দলের পক্ষে মনোনয়ন নিচ্ছেন—এমন প্রশ্নের উত্তরে আসিফ বলেন, ‘না, সে রকম কিছুই নয়। স্থানীয় সরকার নির্বাচনে আসলে দল কোনো মুখ্য ব্যাপার না। দল এখানে পুরোপুরি আপেক্ষিক ব্যাপার। কুমিল্লার মানুষের উন্নয়নের কথা চিন্তা করেই নির্বাচনে অংশ নিতে যাচ্ছি।’