কুমিল্লা সিটি নির্বাচনে প্রার্থী হচ্ছেন কন্ঠশিল্পী আসিফ!

কুমিল্লা, ২৮ নভেম্বর ২০১১ (কুমিল্লাওয়েব ডট কম) :

আসিফ আকবর
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। কাল মঙ্গলবার তিনি মনোনয়নপত্র কিনবেন বলে নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া গেছে ।

আসিফ জানান কুমিল্লা শহরের শিক্ষিত, সুশীল, পেশাজীবী ও সাংবাদিক সমাজ এমনকি আপামর জনসাধারণের চাওয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে মনোনয়নপত্র কেনার সিদ্ধান্ত নিয়েছি। কাল সবাইকে সঙ্গে নিয়েই তা কিনব।

নির্বাচনে কোনো দলের পক্ষে মনোনয়ন নিচ্ছেন—এমন প্রশ্নের উত্তরে আসিফ বলেন, না, সে রকম কিছুই না। স্থানীয় সরকার নির্বাচনে আসলে দল কোনো মুখ্য ব্যাপার না। দল এখানে পুরোপুরি আপেক্ষিক ব্যাপার। কুমিল্লার মানুষের কথা বিবেচনা করেই নির্বাচনে অংশ নিতে যাচ্ছি। তবে পছন্দের প্রার্থী পেলে সে ক্ষেত্রে মনোনয়নপত্র প্রত্যাহার করে তাঁর হয়ে কাজ করব। সব কিছুর উপরে তো আসলে এলাকার উন্নয়ন। আর যদি সেটা না পাই তাহলে বাধ্য হয়েই নির্বাচনে অংশ নিতে হবে।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply