কুমিল্লা সংবাদদাতা :
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন ২৮ নভেম্বর কুমিল্লায় আসছেন। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা,জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং অফিসার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, র্যাব-১১ কমান্ডার, বিজিবি’র প্রতিনিধিসহ নির্বাচন সংশিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। বেলা সোয়া ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত সম্ভাব্য মেয়র প্রার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করবেন।
রিটার্নিং অফিসার মোঃ আবদুল বাতেন জানান, কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এটি নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনের গুরুত্বপূর্ণ সফর।