বিজ্ঞপ্তি :
আগামী ৫ জানুয়ারী কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। এ উপলখ্যে কুমিল্লার অলিতে গলিতে চলছে নির্বাচনী হাওয়া। কে হচ্ছেন নবগঠিত এই সিটি কর্পোরেশনের মেয়র, তা নিয়ে চলছে নানা হিসেব নিকেষ। ভোটাররাও রোমাঞ্চিত ভোট দানের উপলখ্য পেয়ে। পছন্দের প্রার্থী বাছাইয়ে চলছে নানা রকম হিসাব।
এই হিসাব নিকাষের মাঝে কুমিল্লাওয়েবে থাকছে বিশেষ আয়োজন। প্রার্থীদের সাক্ষাতকার, জনগনের মতামত, জনমত জরিপ, প্রার্থীদের নিকট সাধারন মানুষের চাওয়া পাওয়ার কড়চা ইত্যাদি নানা বিষয়ে আগামী দিনগুলোতে কুমিল্লাওয়েব ডট কম ধারাবাহিক ভাবে বিশেষ প্রতিবেদন প্রকাশ কর যাবে।
এরই অংশ হিসাবে কুমিল্লাওয়েব ডট কম সাধারন জনগনের মতামত সংগ্রহের জন্য বিশেষ কার্যক্রম গ্রহন করেছে। আগামী দিনে কুমিল্লাকে একটি আদর্শ নগরি হিসাবে গড়ে তুলতে কি কি পদক্ষেপ নেওয়া উচিত তা নিয়ে আপনারা আপনাদের মতামত আমাদেরকে লিখে পাঠাতে পারেন। আগামী ১৫ ডিসেম্বর ২০১১ তারিখের মধ্যে আপনাদের পাঠানো সুচিন্তিত মতামত ও পরামর্শ কুমিল্লাওয়েব ডট কমে ধারাবাহিক ভাবে প্রকাশ করা হবে।
মতামত পাঠানোর ঠিকানা :
আপনার মতামত বাংলা সুতুন্নি অথবা ইউনাকোড এ টাইপ করে আমাদেরকে মেইল করতে পারেন। মেইল করার ঠিকানা, comillawebnews@gmail.com, or, comillawebmail@gmail.com
অথবা,
এখানে ক্লিক করে আপনার মতামত লিখে পাঠাতে পারেন।