সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥
সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) সহিদ জানান, মামলা তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। চালগুলোর বিষয়ে আদালতে প্রতিবেদন দেয়া হয়েছিল। কিন্তু আদালত এ বিষয়ে কোনো কার্যত আদেশ দেননি। বর্তমানে এই চালগুলো মানুষের খাদ্য হিসেবে আর উপযোগী নেই। চালে পছন ধরে বিভিন্ন পোকা বাসা বেঁধেছে। এগুলো মাছের খাবারে পরিণত হয়েছে। চালগুলোর ব্যাপারে আদালতে পুনরায় প্রতিবেদন পাঠানো হবে।