দাউদকান্দি (কুমিল্লা), ২৪ নভেম্বর ২০১১ (কুমিল্লাওয়েব ডট কম) :
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার গভীর রাত থেকে ৪০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। গতকাল রাত ১১টার দিকে মহাসড়কের চান্দিনা উপজেলার পালকি সিনেমা হলের সামনে চট্টগ্রামগামী একটি ট্রাক রাস্তায় উল্টে গেলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, গতকাল রাত একটার দিকে ট্রাকটি দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। কিন্তু দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি হয়ে যায়। এর ফলে দাউদকান্দির ঝিঙ্গাতলী থেকে কালাকচুয়া পর্যন্ত ৪০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। এ ছাড়া আজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হওয়ায় চাপও আরও বাড়ে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট আনোয়ার হোসেন যানজটের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধীরে ধীরে গাড়ি চলছে। তবে যান চলাচলে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে।