চৌদ্দগ্রামে ১৫ রাউন্ড গুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার

সিরাজুল ইসলাম চৌধুরী,কুমিল্লা :

চৌদ্দগ্রামে বুধবার ভোরে ধান ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫ রাউন্ড গুলিসহ একটি ইতালীর তৈরী পিস্তল উদ্ধার করেছে র‌্যাব-১১।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ কুমিলার ডিএডি হাবিবুর রহমান ও চৌদ্দগ্রাম থানার এসআই রুহুল আমিনের নেতৃত্বে উপজেলার শুভপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার তৈয়ব আলীর বাড়ির পাশ্ববর্তী একটি ধান ক্ষেতে অভিযান চালিয়ে ৭ রাউন্ড গুলিভর্তি ইতালির তৈরি একটি পিস্তল ও ৮ রাউন্ড গুলি ভর্তি দুটি ম্যাগজিন উদ্ধার করে।

অভিযান পরিচালনায় অংশগ্রহণকারী এসআই রুহুল আমিন পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধারের সত্যতা স্বীকার করেন।

Check Also

কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...

Leave a Reply