সরাইলে ৫৭ কেজি গাঁজা উদ্ধার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা পরিত্যক্তাবস্তায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের ৫৭ কেজি গাঁজা উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পশ্চিম কুট্টাপাড়া এলাকা থেকে ওই গাঁজা উদ্ধার করেন। তবে প্রত্যক্ষদর্শী ক’জন অভিযোগ করে বলেন, পাচারকারীদের পুলিশ আটক করলেও, পরে রহস্যজনক কারণে ছেড়ে দেয় পুলিশ।

বিশ্বরোড মোড় পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মো. নূর হাইদার তালুকদার বলেন, গাঁজা আটকের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার সরাইল থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

Check Also

আশুগঞ্জে সাজাপ্রাপ্ত আসামির মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :– ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মো. হারুন মিয়া (৪৫) নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামির ...

Leave a Reply