সরাইলে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির তিনটি সড়কের নির্মাণ কাজের আজও বাস্তবায়ন নেই

আরিফুল ইসলাম সুমন, সরাইল
গত বছর ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ ষ্টেডিয়াম মাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলার অন্যান্য উন্নয়ন কাজের মাঝে জরুরি ভিত্তিতে সরাইল উপজেলার তিনটি অধিক জনগুরুত্বপূর্ণ সড়ক নির্মাণের প্রতিশ্রুতি দেন। কিন্তু বছর পেরিয়ে গেলেও প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতির আজও বাস্তবায়ন হয়নি। সড়ক তিনটির নির্মাণ কাজ শুরু না হওয়ায় স্থানীয়ভাবে জনমনে চাপা ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, সরাইল উপজেলার শাহবাজপুর-শাহজাদাপুর সড়ক, সরাইল-পানিশ্বর সড়ক ও রসূলপুর-আজবপুর সড়ক তিনটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। এই তিনটি সড়ক উপজেলার পানিশ্বর, চুন্টা, শাহবাজপুর ও শাহজাদাপুর ইউনিয়নবাসীর একমাত্র যোগাযোগ মাধ্যম। দীর্ঘ দিন যাবত সড়কগুলো জরাজীর্ণ অবস্থায় থাকার ফলে ওইসব এলাকার মানুষ চলাচলে চরম দূর্ভোগ পোহাচ্ছেন।
সরাইল উপজেলা প্রকৌশলী মো. মাহবুবুর রহমান জানান, সড়ক তিনটি প্রধানমন্ত্রী প্রতিশ্রুতির অগ্রাধিকার তালিকা রয়েছে। গত ২৭ মার্চ সড়কগুলোর পুনঃনির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। তিনি জানান, সরাইল-পানিশ্বর সড়ক দৈর্ঘ্য ৬ দশমিক ১১ কিলোমিটার। সড়কটির নির্মাণ ব্যয় নির্ধারণ করা হয়েছে ১১ কোটি টাকা। তিনটি ব্রীজেরও প্রস্তাব রয়েছে। রসুলপুর-আজবপুর সড়ক দৈর্ঘ্য ৩ দশমিক ৮০ কিলোমিটার। নির্মাণ ব্যয় ৬ কোটি টাকা। ব্রীজের প্রস্তাব দুইটি। শাহবাজপুর-শাহজাদাপুর সড়ক দৈর্ঘ্য ২ দশমিক ৭৫ কিলোমিটার। নির্মাণ ব্যয় ৮ কোটি টাকা। একটি ব্রীজের প্রস্তাব আছে।
সরাইল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রকৌশলী মো. শাহজাহান মিয়া জানান, আমার জানা মতে বিষয়টি মন্ত্রী পরিষদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
স্থানীয় সংসদ সদস্য ও জাপা নেতা অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা জানান, সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন শেষে মন্ত্রী পরিষদ সভায় অনুমোদনের অপেক্ষায় আছে। আশা করছি আগামি একনেকের সভায় অনুমোদন পাবে।

Check Also

করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত

বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...

Leave a Reply