মালয়েশিয়ার বিসমিল্লাহ্ রেস্টুরেন্টে মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত

এম.আমজাদ চৌধুরী রুনু মালয়েশিয়া প্রতিনিধি:

হযরত গাউসুল আজম শাখেকুল ইসলাম শাহ্ সুফি মাওলানা সৈয়দ মঈন উদ্দিন আহমেদ আল হাচানি মাইজভান্রারীর স্নরনে গত ১৭ই নভেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের হোটেল বিসমিল্লাহ্তে মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শাহ্ সুফি সৈয়দ সাইফুদ্দীন আহমেদ আল হাচানী ওয়াল হোসাইনী মাইজভান্ডারী। বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী রাশেদ বাদল,এম এম নিপু, কাজী সালাউদ্দিন প্রমুখ। মিলাদ মাহফিলে মাইজভান্রারীর অসংখ্য ভক্ত উপস্হিত ছিলেন। সার্বিক সহযোগিতাই ছিলেন বিসমিল্লাহ্ রেস্টুরেন্টের মালিক মোঃ মাসুদ।

Check Also

রিয়াদে জ্যাবের ‘অমর একুশে’ আলোচনা সভা অনুষ্ঠিত

ষ্টাফ রির্পোটার :– “অমর একুশের চেতনায় গন মানুষের মনে জেগে উঠুক উজ্জলতা উৎকৃষ্টতা” শীর্ষক আলোচনা ...

Leave a Reply