কুমিল্লা, ২২ নভেম্বর ২০১১ (কুমিল্লাওয়েব ডট কম) :
আজীবন কুমিল্লার মানুষের কল্যাণে কাজ করে গেছেন ডা. যোবায়দা হান্নান। কুমিল্লা জেলায় ডায়াবেটিস হাসপাতাল ও অন্ধ কল্যাণ সমিতিসহ বহু প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন তিনি। নির্যাতিত মহিলাদের সহায়তায় প্রতিষ্ঠা করেছেন ‘নারী দিপিতা’ নামের সংগঠন।
কুমিল্লার প্রিয় মুখ ডা. যোবায়দা হান্নানের মৃতুর খবর ছড়িয়ে পড়লে মহানগরীতে শোকের ছায়া নেমে আসে। ব্যক্তি জীবনে তিনি দুই সন্তানের জননী।