কুমিল্লা, ২২ নভেম্বর ২০১১ (কুমিল্লাওয়েব ডট কম) :
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের তফসিল দেয়া হলেও এতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বাতিল ও সেনা মোতায়েনের বিষয়ে ঘোষণা না আসায় বিক্ষোভ করেছে জেলা বিএনপির নেতা-কর্মীরা। মঙ্গলবার দুপুরে কুমিল্লা নগরীরতে এ বিক্ষোভ মিছিল করে তারা। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পরপরই এ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, শহর বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, কোতোয়ালি থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলী আক্কাস, যুবদল সভাপতি আমিরুজ্জামান আমির, ছাত্রদল সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার প্রমুখ।
এদিকে, সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার খবরে কুমিল্লার অনেক জায়গায় আনন্দ করতে দেখা গেছে। তফসিলের খবরে কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ হয়। জনগণ নগরীর রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করে। গত কয়েকদিন নির্বাচন নিয়ে জটিলতা বাধতে পারে- এমন আশঙ্কার তফসিল ঘোষণায় ভোটারদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।