প্রশাসনের নিরবতায় আবাসিক এলাকায় অবাধে গড়ে উঠছে অটো রাইস মিল

আবদুর রহিম :

লাকসামে প্রশাসনের নিরবতায় আবাসিক এলাকায় অবাধে গড়ে উঠছে অটো রাইস মিল। জটিল ও কঠিন রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ জনগণ। উপজেলার পৌর এলাকায় যত্রতত্র ভাবে গড়ে উঠছে অটো রাইস মিল। নেই কোন সরকারী নিয়ম নীতির তোয়াক্কা। প্রশাসনের এক শ্রেণীর অসাধু কর্মকর্তার হাত ধরে নিয়ম নীতি উপেক্ষা করে আবাসিক এলাকায় অবাধে গড়ে উঠছে অটো রাইস মিল। জনসাধারণ জটিল ও কঠিন রোগে আক্রান্ত হচ্ছে। উপজেলা প্রশাসন দেখেও না দেখার ভান করছে। পৌর এলাকায় ১১টি অটো রাইস মিল যে যার মতো করে স্থাপন করেছে। সরকারী নীতি অনুসারে অটো রাইস মিল করতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ট্রেড লাইসেন্স, শিল্প সনদ, ফায়ার সার্ভিসের লাইসেন্স, ফুড লাইসেন্স এবং চকিদারি খাজনা রশিদ প্রদান করে অটো রাইস মিল স্থাপন করতে হয়। এ ক্ষেত্রে আবাসিক এলাকা, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, জনগুরুত্বপূর্ণ এলাকা ব্যতিরেকে অটো রাইস মিল স্থাপন করতে হয়। কিন্তু লাকসামে কোন নিয়ম নীতি ছাড়াই অবাধে গড়ে উঠছে অটো রাইস মিল। লাকসাম উপজেলা চেয়ারম্যান ও ভাইয়া গ্রুপের মালিকানাধীন লাকসাম অটো রাইস মিল, আবুল হোসেন মানু মিয়ার মালিকানাধীন মৌসুমি অটো রাইস মিল, অটো রাইস মিল মালিক সমিতির সভাপতি হাজী মকবুল আহম্মদের মালিকানাধীন এলাহী অটো রাইস মিল, মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু ইউছুপ বাচ্চুর মালিকানাধীন এস এস ফুড অটো রাইস মিল, হাজী হারুনুর রশিদের মালিকানাধীন জরিনা অটো রাইস মিল, বাবুল মিয়ার মালিকানাধীন ওসমান-মেহেদী অটো রাইস মিল, খোকনের মালিকানাধীন আনোয়ারা অটো রাইস মিল, খোরশেদ আলমের মালিকানাধীন মমতাজ অটো রাইস মিল, আলী আজ্জমের মালিকানাধীন ভাই ভাই অটো রাইস মিল, খোকা মিয়ার মালিকানাধীন আলতাফ অটো রাইস মিল, আব্দুল মতিন এর মালিকানাধীন আল আমিন অটো রাইস মিল, পৌর এলাকার ভেতরেই স্থাপন করা হয়েছে। এ সব অটো রাইস মিলের কালো ধোয়া, ধুলা-বালি, অপরিশোধিত বর্জের কারণে প্রতিনিয়ত পরিবেশ দূষিত হচ্ছে। যার ফলে জনসাধারণ ধীরে ধীরে জটিল ও কঠিণ রোগে আক্রান্ত হচ্ছে। পৌরসভা, উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, খাদ্য মন্ত্রণালয় সহ সকল দপ্তরের জানা সত্ত্বেও কোন প্রতিকারের ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভ দেখা দিচ্ছে। বিগত দিনে নতুন নতুন অটো রাইস মিল স্থাপনে এলাকাবাসী বাধা দিলেও প্রশাসন নিরব থাকায় কোন প্রতিকার না পেয়ে প্রশাসন এবং অটো রাইস মিল মালিকদের বিরুদ্ধে পৌরসভা, উপজেলা, জেলা প্রশাসক, জেলা বন ও পরিবেশ অধিদপ্তর সহ সরকারের উর্দ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিত অথবা মৌখিক আবেদন নিবেদন করেও কোন প্রতিকার না পাওয়ায় বিভিন্ন দপ্তরে স্বারকলিপি, মানবন্ধন সহ যাবতীয় আন্দলনের প্রস্তুতি নিচ্ছে অত্র এলাকার ভূক্তভূগি জনগণ।

Check Also

লাকসাম-মনোহরগঞ্জের বিএনপি’র সাবেক এমপি আলমগীরের জাতীয় পার্টিতে যোগদান

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা-১০ (লাকসাম-মনোহরগঞ্জ) বিএনপি’র সাবেক এমপি এটিএম আলমগীর জাতীয় পার্টিতে যোগদান করেছেন। সোমবার জাতীয় ...

Leave a Reply