শরিফুল আলম চৌধুরী,মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :
থানা সুত্রে জানা যায়, গত ১৮/১১/১১ ইং সন্ধ্যয় বুড়িচং উপজেলার পচরা রেল ষ্টেশনের কাছ হইতে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ সদস্য কতৃক কুমিল্লা-থ-১১-৫৫৮২ নাম্বারের একটি সিএনজি ড্রাইভারকে হাত পা বেধে মারধর করে আহত অবস্থায় ধান ক্ষেতে ফেলে রেখে গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরে দেবীদ্বার থানার এসআই শহিদুল ইসলাম এবং শাহ কামাল আকন্দের একটি পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য রবিউলকে তার নিজ বাড়ী হতে গ্রেফতার করে। রবিউলের স্বিকারোক্তি অনুযায়ী রেজাউল পিতা বাবলু মিয়া গ্রাম পাচরা ,আবুল কালাম পিতা বাবুল মিয়া গ্রাম দক্ষিনবাড়ী উভয় উপজেলা বুরিচং এবং শামিম পিতা অজ্ঞাত গ্রাম শশিদল বুরিচং সহ মোট চারজন সদস্য মিলে এই ছিনতাই করে বলে জানায়। অন্যদিকে বিশেষ অভিযানের অংশ হিসাবে এস আই আবু জাহের ও মোর্শেদ আলমের নেতৃত্বে ভিবিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আরো নয় আসামীকে গ্রেফতার করেতে সক্ষম হয় দেবীদ্বার থানা পুলিশ।