সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার পুলিশ গত শনিবার রাতে তিতাস নদী থেকে নূর ইসলাম ওরফে নূরা ডাকাতের (৪৫) লাশ উদ্ধার করে গতকাল রোববার সকালে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে নূরা ডাকাত বাড়ি থেকে বের হয়ে গিয়ে আর ফেরেননি। শনিবার বিকালে তেলিকান্দি গ্রামের পাশে তিতাস নদীতে তার লাশ ভাসতে দেখে গ্রামবাসী পুলিশকে খবর দেন। পরে পুলিশ নূরা ডাকাতের লাশ উদ্ধার করেন। তিনি তেলিকান্দি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সরাইল, নাসিরনগর ও আশুগঞ্জ থানায় তার বিরুদ্ধে চুরি-ডাকাতি, খুন ও ধর্ষণসহ ২৪টি মামলা ও জিডি রয়েছে। নিহতের মাথা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।