কচুয়া সংবাদদাতা :
তিনি গতকাল ২১ নভেম্বর কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আনসার ভিডিপি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম বড়–য়ার সভাপতিত্বে ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা কমান্ডার মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন দুলাল প্রধান, পাথৈর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুইয়া ও কচুয়া বার্তা’র সম্পাদক ও প্রকাশক মোঃ আলমগীর তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কচুয়া থানা উপ-পরিদর্শক এসআই মোঃ নিজাম উদ্দিন, উপজেলা সহকারী আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম তালুকদার, পাথৈর ইউপি দলপতি আলী আর্শ্বাদ, মহিলা দলনেত্রী রহিমা রহমান। । এ সময় উপজেলা, ইউনিয়ন পর্যায়ের দলপতি ও সভানেত্রী আনসার ভিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন।