মো. আলী আশরাফ খান
তোমাদের বাড়াবাড়িতে অনেক সময় চলে গেছে
ভ্রান্তপথে হাঁটতে হাঁটতে আলো দেখলেও এখন
নিকষ কালো অন্ধকার-নরক যন্ত্রণার ভয় হয়।
বছরের পর বছর তোমাদের ছলাকলায় অতিষ্ঠ
মানুষ দিশেহারা হয়ে কাঁদছে দেয়ালে আঁটকে।
বাড়ি গাড়ি অঢেল সহায় সম্পদ আর কি তোমাদের-
মানুষ মারার ক্ষমতা-যাচ্ছেতাই আর কি-কি চাই?
আজ চারদিক ছড়িয়ে পড়ছে দ্রব্যমূল-হাহাকার ধ্বনি
প্রিয়জন হারানোর বেদনায় আকাশ-বাতাস হয় ভারি
কাঁদে বৃক্ষরাজি পাখপাখালির নিরব কান্নায় ঝরছে রক্ত।
কলকাঠি নেড়েচেড়ে বড্ড শান্তি অনুভূত হয় তোমাদের,
চোখে পড়ে না নিজের দ্বন্ধ-সংঘাত, হানাহানি-রক্তপাত
বার বার মানুষ ঠকিয়ে তোমরা পেতে চাও সাধুবাদ!
সময় যায় চলে খুঁটিনাটি বিষয়ে স্রোতের ন্যায় দূরে
ঘরে শান্তি প্রকৃত নয় কি-দূরে যায় চোখ দৃষ্টিহীন অন্ধ!