নাঙ্গলকোটে রেল যাত্রীদের দূর্ভোগ চরমে মহানগর ট্রেনের বিরতীর দাবী যাত্রীদের

জামাল উদ্দিন স্বপন:

ঢাকা-চট্টগ্রাম রেল রুটের মধ্যবর্ত্তীস্থানে অবস্থিত যাত্রী বহুল ও রেল কতৃপক্ষের আয় বর্দ্ধক এই নাঙ্গলকোট রেলষ্টেশন। সড়ক পথের যোগাযোগের উন্নয়ন থাকলেও, কারণে-অকারণে দূর্ঘটনা আর জ্যাম এর কারনে সময় অপচয় হয় বলে ট্রেনে চলাচল নিরাপদ বলে মনে করেন যাত্রীরা। এ দিকে এ ষ্টেশান থেকে সকাল বেলায় চট্টগ্রাম যাওয়ার আন্তঃ নগর ট্রেন মেঘনা এক্সপ্রেস ষ্টোপিজ থাকলেও একটি ট্রেনে শত শত যাত্রী বহন করা সম্ভব নয়। অন্যদিকে ট্রেনের ভিতরে শত শত যাত্রীদেরকে এড়িয়ে যাত্রীরা ভিতরে প্রবেশ করাও সম্ভব নয় বিদায় ছখম (মই) লাগিয়ে যাত্রীদেরকে জীবনের ঝুকি নিয়ে চাদে উঠতে দেখা যায়। এমতবস্থায়

এ ষ্টেশনে ঢাকা-চট্টগ্রামের মহা নগর এক্সপ্রেস ট্রেনটি ২ মিনিট ষ্টোপিজ দিলে যাত্রীদের দূর্ভোগ অনেকটা লাঘব হওয়ার পাশা পাশি রেল কর্তৃপক্ষের ও আয় বর্দ্ধনে সহায়ক হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিবে এমনটাই যাত্রীদের দাবী।

Check Also

কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...

Leave a Reply