২০০১ সালে অর্পিত সম্পত্তি আইন বাস্তবায়নের লক্ষ্যে : লাকসামে হিন্দু বৌদ্দ খ্রিষ্টান ঐক্য পরিষদের স্মারক লিপি প্রদান
কুমিল্লা, ১৯ নভেম্বর ২০১১ (কুমিল্লাওয়েব ডট কম) :
শনিবার লাকসামে বাংলাদেশ হিন্দু বৌদ্দ খ্রিষ্টান ঐক্য পরিষদের লাকসাম শাখার উদ্দ্যেগে ২০০১ সালের অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আইন বাস্তবায়নে কার্যকর প্রদক্ষেপ গ্রহনের জন্য সারাদেশের ন্যায় লাকসাম উপজেলা নির্বাহী মোঃ শাহগীর আলম এর মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রীকে স্মারক লিপি প্রদান করা হয়। উক্ত স্মারক লিপি প্রদান অনুষ্ঠানে পরিষদের সভাপতি এড: সুলিন রায় চৌধুরী, সাধারণ সম্পাদক এড: বিকাশ চন্দ্র সাহা, প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র বণিক, ডা: অরুন সাহা, এড: রনজিত কৃষ্ণ রায় চৌধুরী, অমূল্য চন্দ্র বণিক, প্রবীর সাহা, বিশ্বতম সাহা বিশু, দিলিপ রায়, ডা: শচীন্দ, উত্তম সাহা বাচ্চু, বাবলু রায়, টাবলু দাস, অসীত চক্রবর্তী, রাজু কাঁহার, পরিতোষ সাহা প্রমূখ উপস্থিত ছিলেন।
Check Also
লাকসাম-মনোহরগঞ্জের বিএনপি’র সাবেক এমপি আলমগীরের জাতীয় পার্টিতে যোগদান
নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা-১০ (লাকসাম-মনোহরগঞ্জ) বিএনপি’র সাবেক এমপি এটিএম আলমগীর জাতীয় পার্টিতে যোগদান করেছেন। সোমবার জাতীয় ...