জামাল উদ্দিন স্বপন:
কুমিলার চৌদ্দগ্রামের আঠারবাগ গ্রামে স্বামীর পরকিয়ার কারণে কহিনুর আক্তার নামের এক গৃহবধু ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
জানা গেছে, উপজেলার শুভপুর ইউনিয়নের আঠারবাগ গ্রামের মনির হোসেনের সঙ্গে ৫ বছর আগে পাশ্ববর্তী কৈয়াদ্দারী গ্রামের আবদুল বারীর মেয়ে কহিনুর আক্তারের বিয়ে হয়। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন খুবই কাটছিল। গত এক বছর থেকে মনির হোসেন পরকিয়া জড়িয়ে পড়ায় কহিনুর নানাভাবে তাকে বাধা দেয়। এতে কাজ না হওয়ায় গত বৃহস্পতিবার গলায় ওড়না পেছিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অবশ্য আবদুল বারী তার মেয়ে কহিনুর মানসিক ভারসাম্যহীন ছিল দাবী করে থানায় একটি অপমৃত্যু মামলা করেন।