মোঃ আলমগীর তালুকদার, কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা :
গতকাল ১৯ নভেম্বর সকালে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ চত্ত্বরে ৪০তম জাতীয় সমবায় দিবস ও ৭ দিন ব্যাপি পল্লী উন্নয়ন ও সমবায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। দিবসটি পালন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে সমবায়ী অধ্যাপক আবু ইউছুফ সরকারের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরীর উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী। এছাড়া বক্তব্য রাখেন- ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কামরুন্নাহার ভুইয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম বড়–য়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান, কাদলা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নূরে-ই-এলাহী।
উল্লেখ্য, ৭ দিন ব্যাপি পল্লী উন্নয়ন ও সমবায় মেলায় প্রায় অর্ধ শতাধিক স্টল অংশ নেয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ড. মহীউদ্দীন খান আলমগীর র্যালী শেষে প্রতিটি স্টল পরিদর্শন করেন।