কুমিল্লা, ১৮ নভেম্বর ২০১১ (কুমিল্লাওয়েব ডট কম) :
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের প্রচারে প্রতীক হিসেবে কোনো প্রকার প্রাণীর ছবি ও কোনো বিলবোর্ড ব্যবহার করা যাবে না । এই বিধান করে নির্বাচন কমিশন সিটি করপোরেশন নির্বাচনের আচরণবিধি সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার কমিশনের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সম্পর্কে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, ‘সব নির্বাচনেই কিছু চতুর প্রার্থী থাকেন, যাঁরা আইনের ফাঁক গলে নির্বাচনী প্রচারে বাড়তি সুযোগ নেন। বিদ্যমান আইন অনুযায়ী কেউ যদি প্রতীক হিসেবে হাতি বা ঘোড়া পেয়ে থাকেন এবং এরপর তিনি যদি জীবন্ত হাতি বা ঘোড়ার পিঠে চেপে প্রচার চালান, তাতে আইনগতভাবে আমাদের কিছুই করার নেই। নারায়ণগঞ্জে আমরা এ ধরনের সমস্যার মুখোমুখি হয়েছি। সে জন্য আচরণবিধিতে সিটি করপোরেশনের নির্বাচনে প্রচারের সময় প্রাণীর ছবির ব্যবহার নিষিদ্ধ করার বিধান (বিধি-৬-এর উপবিধি ৩ক) যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
কমিশন সূত্র আরও জানায়, নির্বাচনী প্রচারের ক্ষেত্রে বিলবোর্ডের ব্যবহারও নিষিদ্ধ করা হচ্ছে। এ জন্য আচরণবিধির ৬ ধারার সংশোধনী আনা হচ্ছে। বিদ্যমান আইন অনুযায়ী রঙিন পোস্টার নিষিদ্ধ হলেও বিলবোর্ডের ব্যবহারের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। সূত্র জানায়, আইন মন্ত্রণালয়ে যাচাইয়ের পর সংশোধিত আচরণবিধি গেজেট আকারে প্রকাশ করা হবে।