কুসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হিসাবে কাজী দ্বীন মোহাম্মদের নাম ঘোষনা

প্রেস বিজ্ঞপ্তি :

কাজী দ্বীন মোহাম্মদ
কুসিক নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদকে জামায়াতের প্রার্থী ঘোষণা করেছে। গত মঙ্গলবার ও বুধবার মহানগরীর মোগলটুলীস্থ জামায়াত কার্যালয়ে তৃনমূল নেতাকর্মীদের পরামর্শ ও সমর্থনক্রমে কেন্দ্রীয় টিম কাজী দ্বীন মোহাম্মদকে মেয়র পদে প্রার্থী ঘোষণা করে। বৈঠকে জামায়াতের মহানগরী শূরা সদস্য, কর্ম পরিষদ সদস্য, থানা ও অঞ্চল আমীর সেক্রেটারী সহ বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্র থেকে আগত টিমে ছিলেন চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য আব্দুর রব, কেন্দ্রীয় নেতা এডভোকেট জসিম উদ্দিন সরকার প্রমুখ। সভায় বিভিন্ন স্তরের পরামর্শ ও সমর্থনক্রমে কুমিল্লা মহানগর আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য কাজী দ্বীন মোহাম্মদকে কুসিক নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেন। কুসিক নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণার পরপরই জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা গণসংযোগের জন্য মাঠে নেমে পড়েছেন।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply