জামাল উদ্দিন স্বপন:
কুমিল্লার চৌদ্দগ্রামে বুধবার গভীর রাতে পৃথক দুটি অগ্নিকান্ডে ৯ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ভুক্তভোগীদের নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল সেট ও হাস-মুরগিসহ প্রায় ২২ লক্ষাধিক ক্ষয়ক্ষতি হয়।
জানা গেছে, বুধবার রাতে উপজেলার আলকরা বাজারের পশ্চিম পাশের রঙ্গু মিয়ার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে একই বাড়ির স্বপন, আলী, পুস্প ও আলেয়া প্রত্যেকের ১টিসহ ৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া মুন্সিরহাট ইউনিয়নের মিতল্লা গ্রামে দূর্বৃত্তরা ভিক্ষুক চাঁন বানুর ঘর আগুনে পুড়িয়ে দেয়। উভয় ঘটনায় ভুক্তভোগীরা বাঁচতে পারলেও লক্ষা করতে পারেনি তাদের মাথা গুজার ঘর। খবর পেয়ে ফায়াস সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌছলেও ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ভুক্তভোগীদের প্রায় নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল সেট ও হাস-মুরগিসহ প্রায় ২২ লক্ষাধিক ক্ষয়ক্ষতি হয়।