নিজামীর বিরুদ্ধে মিথ্যা মামলা চার্জ গঠন ও জ্বালানী তেলের মুল্য বৃদ্ধিতে কুমিল্লা জামাতের প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আহূত দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীকে দশ ট্রাক মিথ্যা অস্ত্র মামলায় চার্জ গঠন ও তেল গ্যাস বিদ্যুতের দাম দৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়। পুলিশ লাইন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইষ্টার্ণ ইয়াকু প্লাজার সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভে নেতৃত্বদেন মহানগর নায়েবে আমীর মাষ্টার আমিনুল হক, মহানগর উত্তর আমীর মোশাররফ হোসাইন, সেক্রেটারী মাহাবুবর রহমান, পশ্চিম শাখার আমীর আবদুল কাইয়ূম মজুমদার, বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি সানাউল্লাহ মজুমদার, মহানগর দক্ষিণ সেক্রেটারী অধ্যাপক জাকির হোসেন, শিবির মহানগর সভাপতি কামরুজ্জামান সোহেল প্রমুখ। সমাবেশে বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমীর মাষ্টার আমিনুল হক। তিনি দেশবরেন্য আলেমে দ্বীন, আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীকে কল্পিত মিথ্যা অভিযোগে আটক করে দশ ট্রাক অস্ত্র মামলায় চার্জ গঠন করা হয়েছে। অনতিবিলম্বে সকল মামলা প্রত্যাহার করে জামায়াত নেতাকে মুক্তি দানের আহবান জানান। অপর দিকে সাধারণ মানুষ আজ দ্রব্যমূল্যের উর্ধগতিতে এমনিতেই দিশেহারা, তার পরও মরার উপর খারার এর মত জ্বালানী তেল, বিদ্যুতের দাম দফায় দফায় বৃদ্ধি করা হচ্ছে। অনতিবিলম্বে জ্বালানী তেলের দাম কমানোর ব্যবস্থা করতে হবে। অযোগ্য ফ্যাসিষ্ট সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য দুর্বারগণ আন্দোলনের কোন বিকল্প নাই বলে তিনি জানান।

Check Also

দেবিদ্বারে অগ্নিকান্ডে ১কোটি টাকার ক্ষয়ক্ষতি

দেবিদ্বার প্রতিনিধিঃ– কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ১৫টি ...

Leave a Reply