চান্দিনায় অধ্যাপক আলী আশরাফ এম.পি’র জন্মদিন পালিত

মাসুমুর রহমান মাসুদ, স্টাফ রিপোর্টার :

চান্দিনা উপজেলা আওয়ামীলীগ এর আয়োজনে স্থানীয় সংসদ সদস্য সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এর ৬৫তম জন্মদিন পালন করা হয়। এ উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অধ্যক্ষ মো. আইউব আলীর সভাপতিত্বে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম এর সঞ্চালনায় আলোচনা সভায় অধ্যাপক মো. আলী আশরাফ এর বর্ণাঢ্য জীবনী তুলে ধরে বক্তৃতা করেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধঅ তপন বক্সী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন মোসলেম, পৌর আওয়ামীলীগ সভাপতি কাজী গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম কমিশনার, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার, প্রফুল্ল পাল, অধ্যাপক দীপক কুমার মজুমদার, কৃষকলীগ আহব্বায়ক মোখলেছুর রহমান দুলু মাষ্টার, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, পৌর যুবলীগ সভাপতি এনায়েত উল্লাহ ভূইয়া, সাধারণ সম্পাদক মনির খন্দকার, কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদিকা কাজী সখিনা আলম, নাজমা বেগম, আওয়ামীলীগ নেতা দীপক আইচ, জয়নাল আবেদীন কমিশনার, আবদুর রব কমিশনার, আবদুল মালেক, সাবেক চেয়ারম্যান আবুল বাশার, জাকির হোসেন আজাদ, আক্তার হোসেন নাদিম, আবদুস সালাম, ছাত্রলীগ নেতা মাসুম প্রমুখ। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে জন্মদিনের কেক কাটেন নেতা-কর্মীরা।

Check Also

কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...

Leave a Reply