জামাল উদ্দিন স্বপন:
কুমিল্লার চৌদ্দগ্রামের চাঁন্দশ্রী গ্রামে গৃহবধু শিরিনাকে পুড়িয়ে হত্যার ঘটনায় ঘাতক স্বামী সুমন, শ্বাশুড়ি মনোয়ারা বেগমসহ আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে গতকাল বুধবার সকালে মানববন্ধন, ইউএনও মোতাহার হোসেন ও পৌর মেয়র মিজানুর রহমানের নিকট স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম থানার সামনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন ঘোলপাশা ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল কালাম ভূঁইয়া, যুবলীগ সভাপতি রুহুল আমিন, ছাত্রলীগ সভাপতি জিএম জাহাঙ্গীর আলম, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাকসুদুর রহমান মাসুদ, বিশিষ্ট ব্যবসায়ী মাসুম বিল্লাহ ভূঁইয়া, সৈয়দপুর গ্রামের মামুন, পিন্টু, হাবিবুর রহমান, রঙ্গু মিয়া, ছেরু মিয়া প্রমুখ।