জামাল উদ্দিন স্বপন:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে গতকাল বুধবার সকালে কাভার্ডভ্যান চাপায় বাইসাইকেল আরোহী মোস্তফা কামাল (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বরগুনা সদর উপজেলার সোনাখালী গ্রামের মৃত সিকান্দর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চৌদ্দগ্রাম পৌর এলাকার নবগ্রাম পূর্বপাড়া মসজিদে ইমামতি করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাইসাইকেল যোগে মোস্তফা কামাল চৌদ্দগ্রাম বাজার থেকে নবগ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে বাজারের উত্তর পাশে ঢাকাগামী কাভার্ডভ্যান (ঢাকামেট্রো-ইউ- ১১-১৯২০) মোস্তফা কামালকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশটি উদ্ধার ও গাড়িটি আটক করে থানায় নিয়ে যায়।