মনোহরগঞ্জ সংবাদদাতা :
মনোহরগঞ্জের নাথেরপেটুয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল আউয়ালের নিয়োগ বাতিলের দাবিতে গতকাল সোমবার বিকালে বিদ্যালয় মাঠে অভিভাবকদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক অভিভাবক সদস্য আব্দুল মান্নান খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য আবুল খায়ের, শেখ মোঃ বাবুল, শামছুল হক, শেখ মোঃ জসিম উদ্দিন, মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন ভূঁইয়া, দুলাল ভূঁইয়া প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন নাথেরপেটুয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুল আউয়াল বিদ্যালয়ে বসে বিধি বহির্ভূতভাবে নিজেকে রাজনীতিতে জড়িয়ে বিএনপির স্থানীয় রাজনীতি পরিচালনা করে আসছে। যা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাড়িয়েছে। এতে করে কোমলমতি ছাত্র/ছাত্রীরা সঠিক পাঠ গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে। তাই অবিলম্বে ওই শিক্ষকের পদত্যাগ দাবি করে ও নিয়োগ বাতিলের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। সমাবেশ শেষে অভিভাবকদের একটি বিক্ষোভ মিছিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
Check Also
লাকসাম-মনোহরগঞ্জের বিএনপি’র সাবেক এমপি আলমগীরের জাতীয় পার্টিতে যোগদান
নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা-১০ (লাকসাম-মনোহরগঞ্জ) বিএনপি’র সাবেক এমপি এটিএম আলমগীর জাতীয় পার্টিতে যোগদান করেছেন। সোমবার জাতীয় ...