মুহাম্মদ নাছের চৌধুরী . পবিত্র মক্কা .
তত্বাবধায়ক সরকারের নামে সাম্রাজ্যবাদী শক্তি বাংলাদেশে সকল শক্তিশালী নেতৃত্বে মাইনাস ফর্মূলা আনতে চায় . স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির আর্ন্তজাতিক সম্পাদক জনাব সাইমুন সরওয়ার কমল
ইসলামের উন্নয়নের জন্য সরকার হজ্ব মেলা. হজ্ব প্রশিক্ষন. ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় স্থাপন. এবংমসজিদের ইমামদের বেতন ভাতা বৃদ্ধির বিশেষ কর্মসুচী হাতে নিয়েছে. তত্বাবধায়ক সরকারের নামে সাম্রাজ্যবাদী শক্তি বাংলাদেশে নেতৃত্বের মাইনাস ফর্মূলা আনতে চায় .প্রথমে তাদের টার্গেট আমাদের জন নেত্রী শেখ হাসিনা .কেয়ারটেকার সরকারের নামে ওরা দুই বছর আমাদের দেশের সকলের উপর ক্ষমতার তত্ববধায়কের নামে দেশ বিরোধী জনগন বিরোধী শাসন করছে এইবার তা হতে দেয়া হবে না…. গত ১৪ ই নভেম্বর ২০১১ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পবিত্র মক্কায় জারুয়াল শাখার উদ্দ্যোগে কক্সবাজার নির্বাচনী এলাকায় জাতীয় সংসদের মহাজোট মনোনীত প্রার্থী বাংলাদেশ সরকারের রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী ব্যাংকের পরিচালক ও স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির আর্ন্তজাতিক সম্পাদক জনাব সাইমুন সরওয়ার কমল কে এক সংর্ব্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন হাবিবুর রহমান পারভেজ এর সভাপতিত্বে ও সৈয়দ আলমের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বংগ বন্ধু পরিষদ সভাপতি মুহাম্মদ আলম স্বেচ্ছাসেবক লীগ এর সেক্রেটারী মোহাম্মদ ইব্রাহিম সহ সভাপতি মুহাম্মদ সাকসুদুর রহমান সহ সাধারন সম্পাদক আবদুস সালাম সহ সম্পাদক গিয়াস উদ্দিন স্বাগত বক্তব্য রাখেন জনাব আজিজুল হক হাফেজ সৈয়দ আলম অনুষ্ঠানে কুরআন তেলায়াত করেন.