মোঃফখরুল ইসলাম সাগর, দেবিদ্বার :
উপজেলার রাজামেহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন জানান,স্কুলে চুরি হওয়ার খবর পেয়ে এসে দেখি আমার অফিস রুমের ষ্টিলের আলমীরা ভেঙ্গে আগামী ২০১২সালের অনুষ্ঠিত এস এস সি পরীক্ষার ফর্মফিলাপের জমাকৃত ছবি ও ১১২টি অন্তভূক্তি ফরম, নির্বাচনী পরীক্ষার সকল খাতাপত্র, প্রিন্টাউট কপি,২০১০ সালের অষ্টম শ্রেনীর টেবুলেসন সীট, শিক্ষক ও কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডে/ শিক্ষক সমিতির পাষ বই, বিভিন্ন সালের রক্ষিত রেজিষ্টেষন কার্ড, রূপালী/জনতা ব্যংকের পাশ ও চেক বই , অফিস সহকারীর আলমীরাতে রাখা টাকা মোট নগদ ১১হাজার টাকা সহ অন্যান্য গুরুত্ব পূর্ন কাগজ পত্র নিয়ে যায়।
দায়িত্বরত নৈশ্যপ্রহরী সন্তোস চন্দ্র পাল জানান,গতকাল সোমবার দিবাগত গভীর রাতে কালো মুখোশ ধারী ৭/৮জন দরজা ভেঙ্গে স্কুলের অফিস কক্ষে ডুকে আমাকে ভয় ভিতী দেখিয়ে মারধর করে অঙ্গান করে আরমীরা ভেঙ্গে প্রয়োজনীয় কাগজ পত্র লুট পাট করে নিয়ে যায়।
এ ব্যপারে দেবিদ্বার থানার এস আই,মোরশেদ ঘটনা স্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, হয়তো কিছু বখাটে ছাত্র এস.এস. সি পরীক্ষার লক্ষে রেজিষ্টেষন না করতে পেরে উত্তেজিত হয়ে প্রয়োজনীয় কাগজ পত্র চুরি করে নিয়ে গেছে। স্কুলের দায়িত্বরত নৈশ্যপ্রহরী সন্তোস চন্দ্র পাল (৬৫) এর দেওয়া তথ্য অনুযায়ী ওই ঘটনায় জরিত থাকার সন্দেহে রাজামেহোর গ্রামের কাজী জামসেদ আলমের ছেলে স্কুলের এস.এস সি পরীক্ষাথী মোঃ কাজী ফয়ছাল (১৫)কে আটক করেছে। এ ব্যপারে স্কুল কর্তৃপক্ষ বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।