জামাল উদ্দিন স্বপন:
কুমিল্লার চৌদ্দগ্রামে ধনুসাড়া গ্রামে সোমবার সকালে মরিয়ম আক্তার নামে সপ্তম শ্রেণীতে পড়–য়া এক মাদ্রাসা ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সুরুজ মিয়ার মেয়ে স্থানীয় ধনুসাড়া ফাযিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী মরিয়ম আক্তারকে শারিরীক সমস্যার কারণে পাশ্ববর্তী গুজরা গ্রামে একজন কবিরাজকে দেখায়। কবিরাজ শিরিনাকে কেউ বান মেরেছে বলে জানিয়ে সোমবার সকালে একটি মুরগি নিয়ে কবিরাজের সামনে জবাই করতে বলে। মরিয়ম মুরগিটি জবাই করার সময় ছুটে যাওয়ায় মরিয়মের বান শেষ করা যাবে না বলে কবিরাজ জানায়। পরে মরিয়ম মায়ের আগে বাড়িতে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদারের নেতৃত্বে পুলিশ সন্ধ্যায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।