জামাল উদ্দিন স্বপন:
কুমিল্লার লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে রোগীর মৃত্যুর ঘটনায় রোগীর আত্মীয়-স্বজনরা হামলা চালিয়ে হাসপাতালের আসবাবপত্র ভাংচুর ও কর্তব্যরত ডাক্তারকে লাঞ্ছিত করেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার ওই ডাক্তার বাদী হয়ে লাকসাম থানায় মামলা (নং ৯) দায়ের করেছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবুল হাশেম ও থানা সূত্রে জানা যায়, ১৪ই নভেম্বর রাত ৩টায় আশংকাজনক অবস্থায় খন্দকার আবদুল আহাদ (৮০) নামে এক রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ৩টার দিকে সে মারা গেলে রোগীর আত্মীয়-স্বজনরা হামলা চালিয়ে হাসপাতালের আসবাবপত্র ভাংচুর ও কর্তব্যরত ডাঃ তৌহিদুল ইসলামকে মারধর করে।
এ ব্যাপারে লাকসাম উপজেলার দক্ষিণ কান্দিরপাড়ের মৃত খন্দকার আবদুল আহাদের ছেলে টিপু, রিপন ও আবু জাফর শামীমকে আসামী করে থানায় মামলা হয়েছে।