কিশোর কুমার, কচুয়া থেকে :
কচুয়ায় সাইফুল ইসলাম রতন (১৮) নামের এক যুবক গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার কৈটোবা গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানাগেছে- রহিমানগর শেখ মুজিবর রহমান ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র সাইফুল ইসলাম রতন তার বাবা নৌবাহিনীর সদস্য মাওঃ বদিউল আলমের নিকট ঈদ উপলক্ষে বাড়ী আসতে তার জন্য শার্ট, জুতা ও পাঞ্জাবী কিনে আনার অনুরোধ জানায়। ঘটনার দিন তার বাবা বাড়ীতে আসলে তার ব্যাগ তল্লাশি করে শার্ট, জুতা ও পাঞ্জবী না দেখে অভিমানে সে বাড়ী সংলগ্ন একটি আম গাছের ঢালায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে তার পরিবারের সদস্যরা অনেক খোঁজা খুজির পর তার লাশ আম গাঝে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ ঘটনায় কচুয়া থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।