মোঃ ফখরুল ইসলাম সাগর,দেবিদ্বার সংবাদদাতা :
কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার কুমিল্লা -সিলেট মহাসড়কের লাকী বিক্রাফিল্ড এর সামনে অঙ্ঘাত বাসের সাথে মাথায় আঘাত লেগে তকাল সোমবার ভোর সাড়ে পাচঁ টায় পিয়ারা বেগম (৪০) নামক বিনাইপাড় গ্রামের এক মহিলা সড়ক দূর্ঘটনায় ঘটনা স্থলে নিহত হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়,ভোরে রক্তাত্ত অবস্থায় ওই মহিলার মৃত দেহ কুমিল্লা -সিলেট মহাসড়কে পড়ে থাকতে দেখে দেবিদ্বার থানা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরন করেন। এলাকায় এই খবর ছড়িয়ে পড়লে মহিলাকে বাড়িতে না পেয়ে তার আতিœয়রা থানায় এসে ছবি দেখে শনাক্ত করেন। নিহতের আতœীয়রা জানায়, দির্ঘদিন যাবত মানুষিক রোগে আক্রান্ত ছিলেন তাকে পাহাড়া দিয়ে রাখাহত কিন্তু গতকাল রাতে সবাই ঘুমিয়ে পড়লে সে দৌড়ে পালিয়ে আসে রাস্তাপার হওয়ার সময় এক অঙ্গাত গাড়ির নিচে চাপা পরে সড়ক দূর্ঘটনায় ঘটনা স্থলে মারা যায়। সে দেবিদ্বার উপজেলার বিনাই পাড় গ্রামের মোঃ আবুল কাশেমের স্ত্রী পিয়ারা বেগম (৪০) । এব্যাপরে দেবিদ্বার থানায় একটি নিয়মিত আইনে মামলা দায়ের করা হয়েছে।