লিটন চৌধুরী.ব্রাহ্মণবাড়িয়াঃ –
ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুটি ইউনিয়নের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও কুটি জাজিয়ারা গ্রামের সাবেক মেম্বার মোস্তফার পুত্র তোফাজ্জল হক রাজিব (২৭)কে একই গ্রামের মোকারম সন্ত্রাসীরা। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে কুটি জাজিয়ারা সড়ক বাজার এলাক্য়।
আহত রাজিব ও তার পরিবার জানান, পূর্বশক্রুতার জের ধরে সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছেন । রাজিব কসবা বিত্রনপির অফিস থেকে দলীয় সাংগঠনিক কাজ শেষ করে বাড়িতে যাত্রা পথে নিজ গ্রামের রাস্তার উপর এই হামলার স্বীকার হন। ।