জামাল উদ্দিন স্বপন:
লাকসাম পৌরসভা ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যের উদ্যেগে ৩০ হাজার গাছের চারা বিতরনের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার শহরের নশরতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা বিতরনের উদ্বোধন করেন কুমিল্লা-৯ (লাকসাম- মনোহরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ তাজুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বলেন, জলবায়ু পরিবর্তনে পৃথিবীর উষ্ণতা বেড়েই চলেছে। এ উষ্ণতার ফলে আমাদের দেশ ও পৃথিবীর বিভিন্নস্থানে ভয়াবহ প্রাকৃতিক দূর্যোগ দেখা দিয়েছে। তাই গাছ লাগিয়ে জলবায়ু পরিবর্তনের হাত থেকে দেশ ও পৃথিবীকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি পৌর কাউন্সিলর আলহাজ্ব মোশারফ হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী জহিরুল ইসলাম, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহগীর আলম,বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সাবেক চেযারম্যান মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা আলহাজ্ব সাজেদা সাত্তার, লাকসাম প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, পৌরকাউন্সিলর আবদুল আলিম দিদার, সালমা আক্তার সুমি। অনুষ্ঠানে ওই বিদ্যালয়ের প্রায় ৯শত ছাত্র-ছাত্রীদের মাঝে চারা বিতরন করা হয়।