প্রেস বিজ্ঞপ্তি:
দেশব্যাপী মহানগরী গুলোতে বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বিকালে কুমিল্লা মহানগরী উত্তরের জামায়াতে ইসলামীর উদ্যোগে কেন্দ্রীয় ৫ শীর্ষ নেতৃবৃন্দের মুক্তির দাবীতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগরী জামায়াতের রাজনৈতিক সেক্রেটারী মো: আমিনুল হক। কুমিল্লা মহানগর জামায়াত কার্যালয়ে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগরী উত্তরের আমীর মোশাররফ হোসাইন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর উত্তরের সেক্রেটারী মো: মাহবুবুর রহমান, জামায়াত নেতা আব্দুস সালাম, ডা: মোস্তাক হোসেন ফারুক, এডভোকেট শহিদুল হক প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে জামায়াতের ৫ কেন্দ্রীয় শীর্ষ নেতার মুক্তি দাবী করে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...