নাজমুল করিম ফারুক তিতাস :
উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি শ্রী স্বপন কুমার সূত্রধরের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ডাঃ লনী চন্দ্র দেবনাথ, উপদেষ্টা শ্রী প্রেমানন্দ দেবনাথ, শ্রী রঞ্জিত চন্দ্র ভৌমিক, শ্রী নারায়ন চন্দ্র ভৌমিক, শ্রী মনিন্দ চন্দ্র দেবনাথ, শ্রী প্রাণভল্লব সরকার, শ্রী সুকুমার আচার্য্য, কমিটির অন্যান্য সদস্যের মধ্যে শ্রী নারায়ন চন্দ্র সরকার, শ্রী সুকুমার দেবনাথ, শ্রী সুভাষ চন্দ্র সাহা, শ্রী বীরেন্দ্র চন্দ্র সূত্রধর, শ্রী সন্তোষ ভৌমিক, শ্রী নারায়ন চন্দ্র আচার্য্য, শ্রী রনি চন্দ্র সূত্রধর, শ্রী লক্ষণ কর্মকার, শ্রী নির্মল চন্দ্র দাস, শ্রী নারায়ন চন্দ্র সাহা। আলোচনা সভার পর ওস্তাত শহীদ উল্লাহ নেতৃত্বে সংগীত পরিবেশন করেন, উর্মি ভৌমিক, নিপা রাণী সূত্রধর, জয়ন্তি ভৌমিক ও মৌহিনী রাণী ভৌমিক। আলোচনা সভার পূর্বে একটি বর্ণ্যাঢ র্যালী কড়িকান্দি বাজার হইতে গৌরীপুর-হোমনা সড়ক হয়ে উপজেলা পরিষদের গিয়ে শেষ হয়। উক্ত অনুষ্ঠানে সার্বক্ষণিক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।