চৌদ্দগ্রাম সংবাদদাতা :
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য ডাঃ সৈয়দ আবদুলাহ মোঃ তাহেরকে গ্রেফতারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিলা জেলা দক্ষিণ জামায়াতের আমীর আবদুস সাত্তার। উপজেলা জামায়াতের আমীর সাহাব উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিলা জেলা দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট শাহজাহান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াত সেক্রেটারী শাহ মোঃ মিজানুর রহমান, পৌর জামায়াতের আমীর মাহফুজুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা শিবির সভাপতি আমজাদ হোসাইন রুমন, মুন্সিরহাট ইউনিয়ন জামায়াত সভাপতি বেলাল হোসাইন।
সমাবেশে বক্তারা বলেন, সরকার ষড়যন্ত্রমূলকভাবে ডাঃ তাহেরকে গ্রেফতার করেছে। আগামী এক সপ্তাহের মধ্যে ডাঃ তাহেরকে মুক্তি না দিলে দূর্বার আন্দোলন করে সরকারের পতন ঘটানোরও হুঙ্কার দেন তারা।