চৌদ্দগ্রাম সংবাদদাতা :
চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীকে যৌন হয়রানীর অভিযোগে দায়ের করা মামলায় গতকাল শুক্রবার দুপুরে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, উপজেলার শুভপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী পারভিন আক্তার গত বৃহস্পতিবার বাদী হয়ে তাকে যৌন হয়রানীর অভিযোগ এনে পাশ্ববর্তী মুন্সিরহাট ইউনিয়নের সিংরাইশ গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে নাছিরের বিরুদ্ধে একটি মামলা করে। এ মামলার সুত্র ধরে চৌদ্দগ্রাম থানা পুলিশ গতকাল শুক্রবার দুপুরে নাছিরকে আটক করে।