মুখতার হোসাইন, কুমিল্লা জেলা সংবাদদাতা ॥
শনিবার দাউদকান্দি পৌর সদরের তুজারভাঙ্গা গ্রামের ঐতিহ্যবাহী পুরাতন ফেরী ঘাটের (কে.ডি.সি সংলগ্ন) সরকারী খালটি ভূমিদস্যুদের দখল থেকে মুক্ত করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দাউদকান্দি পুরাতন ফেরী ঘাটের খালটি ভূমিদস্যুরা বালি দিয়ে ভরাট করে ব্যবসা চালিয়ে আসছিল ফলে উপজেলা পরিষদ এলাকা, তুজারভাঙ্গা, উত্তর সতানন্দিসহ বেশ কয়েকটি গ্রামের লোকজন প্রবল বৃষ্টিপাত ও বর্ষার সময়ে পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার মধ্যে বসবাস করত।
দাউদকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা আনোয়ারুল নাসের ও সহকারী কমিশনার (ভূমি) এস এম সফি কামাল শনিবার পুলিশের ফোর্স নিয়ে দীর্ঘদিন দখলে থাকা ভূমি দস্যুদের কাছ থেকে ভরাট করা খালটি বেকু মেশিনের সাহায্যে খনন করে ২৫ফুট লম্বা ২০ফুট চওড়া খালটি উদ্ধার করেছে। খালটি উদ্ধারের ফলে পৌর এলাকার লোকজন দীর্ঘ দিনের জলাশয় অভিশাপ থেকে মুক্তি পাবে।