মুখতার হোসাইন, দাউদকান্দি(কুমিল্লা) থেকে ॥
দাউদকান্দিতে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। উপজেলার গোয়ালমারী ইউনিয়নের মিনারদীয়া গ্রামের মোশাররফ হোসেন ও মোখলেছুর রহমানের দুটি পুকুরে শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে। এতে পুকুরের বিভিন্ন জাতের সকল মাছ মরে ভেসে উঠে। মাছের বাজার মুল্য আনুমানিক ৫ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্তরা জানান। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় পৃথক দুটি জিডি করা হয়েছে।